স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে
“মানবতার সেবায় আমরা ক’জন” সংগঠন এর উদ্যোগে অসহায় ৭৫পরিবার এর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে মানবতার সেবার আমরা ক’জন, নাঁওগাও ইউনিয়ন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর উদ্যোগে অসহায় ৭৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মানবতার সেবার আমরা ক’জন হচ্ছে একটি সেবামূলক সংগঠন। সবাইকে পাশে নিয়ে চলতে চায় সংগঠনটি। বন্ধুমহল, প্রবাসী ও ব্যবসায়ীর সহযোগিতায় অসহায় ৭৫ পরিবার এর মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সংগঠন এর পক্ষ থেকে জানানো হয় যে, সবাইকে পাশে নিয়ে চলতে চাই। আপনাদের খুশিই আমাদের খুশি। আপনারা আমাদের পাশে থাকবেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সমাজ গড়ে তুলতে আহবান জানান সবাইকে।
আয়োজকরা জানান, প্রত্যেক ব্যক্তিকে সেমাই, চিনি, তেল, পিঠা, লাচ্ছাসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।