ভার্চুয়ালি আত্নপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা। এরই মধ্যে নোবিপ্রবি ছাত্রশিবিরকে ভার্চুয়ালি ফেসবুকে অভিনন্দন জানালো নোবিপ্রবি ছাত্রদল।
৯ নভেম্বর (শনিবার) আনুমানিক বিকাল ৫:৩০ টার সময় ফেসবুক পেজে কভার ফটো আপলোডের মাধ্যমে ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার আত্নপ্রকাশ ঘটে। তবে তারা ইতিমধ্যে নোবিপ্রবি শাখার কমিটি ঘোষণা করেনি। কমিটি ঘোষণা না করে সংগঠনের নামে ফেসবুক পেইজ চালু করে নিজেদের কার্যক্রম ও অস্তিত্বের জানান দিয়ে আত্মপ্রকাশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নোবিপ্রবি শাখা।
ভার্চুয়ালি কমিটিবিহীন আত্নপ্রকাশে নোবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে নানান প্রতিক্রিয়া। নেটিজেনরা দ্রুতই পূর্ণাঙ্গ কমিটির প্রত্যাশা করছে।
ফেসবুকে অভিনন্দন জানিয়ে নোবিপ্রবি ছাত্রদল অফিসিয়াল পেজ থেকে বলা হয়, ” ভার্চুয়ালি অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি নোবিপ্রবিতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন পারস্পরিক সহাবস্থান নিশ্চিতের মাধ্যমে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ছাত্ররাজনীতির চর্চা করবে। শুভ কামনা সবসময় “।