সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গরুবাহী নসিমন ও ট্যাংকলরি সংঘর্ষে মো. ইউসুফ নামের এক নসিমন চালক নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের তালগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক মো. ইউসুফ আলী উল্লাপাড়ার রাজমান গ্রামের মো. রাজার ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় গরুবাহী নসিমন ও ক্যাংকলরি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বেলা ৩টার দিকে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিস অফিসের টিম লিটার রোকনুজ্জামান বলেন, বেলা ৩ টার দিকে নসিমন চালক মো. ইউসুফ গরু নিয়ে তালগাছি হাটে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন, এসময় বগুড়াগামী একটি ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।