মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মতবিনিময় করেন। গতকাল বুধবার সকালে পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শরাফ উদ্দিন শর, মেয়র মোঃ গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রাশেদুজ্জামান সহ উপস্থিতি সভাই মতবিনিময়ে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, উপজেলা বাসীর পাশে থেকে সরকারে উন্নয়নমূলক কাজ করতে চাই।আপনাদের যেকোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের আগামী দিন গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি নিয়ম-নীঙ্গি মধ্যে ফুলবাড়িয়া উপজেলার জন্য ভালো কিছু করতে চাই। এজন্য উপস্থিত সকলের সহযোগিতায় প্রয়োজন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র রায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪