কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংগরিয়া গ্রামের দিনমজুর রায়হান খান সুরত দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। স্বল্প আয়ে চলতে গিয়ে চিকিৎসার ব্যয় মেটাতে তার পরিবারের জীবন ছিল চরম দুর্দশাগ্রস্ত। দুই শতক জমির ওপর ভাঙাচোরা ছাপড়া ঘরে স্ত্রী-সন্তানসহ পাঁচজনের বসবাস ছিল অনিরাপদ ও দুর্বিষহ। বিশেষত বর্ষার রাতে ঘুমানোই ছিল দুঃস্বপ্ন।
মানবিক এই সংকট Youth Development Forum-এর নজরে আসলে সংগঠনটি তাদের সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে। এক লক্ষ ত্রিশ হাজার টাকা ব্যয়ে আধাপাকা দুই রুম বিশিষ্ট একটি ঘর নির্মাণ করে রায়হান খান সুরতের পরিবারের হাতে তা তুলে দেয়।
প্রভাষক সাইফুদ্দিন মজনুর পরিচালনায় আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট গবেষক এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার ড. মুহম্মদ রবিউল আলম। সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও কবি ওয়াজেদ বাঙালি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান নাটোরি। এ সময় Youth Development Forum-এর চেয়ারম্যান জনাব আশিকুল ইসলাম চপল উপস্থিত ছিলেন।
সে সময় Youth Development Forum-এর চেয়ারম্যান জনাব আশিকুল ইসলাম চপল জানান, "সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। রায়হান খান সুরতের পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায়ই সমাজের পরিবর্তন সম্ভব।"
আসুন, আমরা সবাই মিলে ভালো থাকি এবং অন্যদের ভালো রাখার জন্য কাজ করি।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪