নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ আগামী ৪ নভেম্বর।
মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ তারিখ ধার্য করেন।
এর আগে আদালতে সাক্ষ্য দিয়েছেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কাশেম, সাবেক মহাপরিচালক সৈয়দ আহমদ হাক্কানী, বাংলা গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপক পরিচালক জাহাঙ্গীর কবির। এ নিয়ে এ মামলার ৬৮ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন এদিন মামলার সাক্ষ্যগ্রহণের সময় ধার্য থাকলেও বেগম খালেদা জিয়ার আইনজীবী আদালতে হাজিরা দাখিল করেন।
আদালত সাক্ষ্যগ্রহণের পর সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করে দেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন ও হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪