জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা জামানকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. সাবিনা শারমীন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করায় ও চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিলে, বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারার অধীনে এই নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান ২৮ অক্টোবর ২০২৪ থেকে তার দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪