জনগণের ভোটে নির্বাচিতদের হাতেই ক্ষমতা হস্তান্তর করব মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। আমরা এমন একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে চাই যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। ১৬ বছর পর দেশের জনগণ নিজের ভোট নিজে দিয়েই প্রতিনিধি নির্বাচিত করবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের পারস্পরিক সঙ্কট ও আস্থাহীনতাই আমাদের ধ্বংস করছে। মুসলমানরা ঈমান আমল থেকে অনেক দূরে সরে গেছে। আমাদেরকে অবশ্যই চারটি আমল আঁকড়ে ধরতে হবে। পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরব, আলেমদের অনুসরণ করব।’
শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার ৪৪তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘মতবিরোধের কারণে পারস্পরিক যে সঙ্কট তৈরি হচ্ছে তা আমাদের ধ্বংস নিয়ে আসছে। এই মতবিরোধের কারণে বাদশা ধ্বংস হয়ে গেল, একই কারণে ইমাম গাজ্জালী, ইমাম নাসায়ী মৃত্যুবরণ করলেন। মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণে ইমাম বোখারীকে বোখারা থেকে বের করে দেয়া হয়েছে। অথচ কেয়ামতের আগ পর্যন্ত আরেকজন ইমাম বোখারী দুনিয়ায় আসবেন না।’
তিনি বলেন, ‘দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করেন তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। বাংলাদেশের কোনো আলেম এক টাকাও চুরি করেননি। তারা কোনো টাকা পাচারও করেনি।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার চেষ্টা করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নত করার জন্য। ইতোমধ্যে দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমরা দেশের রিজার্ভে হাত না দিয়েই বেশ কিছু দেনা পরিশোধ করেছি। আরো কিছু সংস্কার বাকি রয়েছে। তার সমাধান করেই নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।’
এ সময় মাদরাসা পরিচালক মাওলানা আবু তাহের আজিজির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ, মাওলানা আব্দুল মান্নান ওসমানী, মাওলানা মোস্তফা নূরী, পুটিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আমিনুল হক। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বিএনপি নেতা আব্দুল মাবুদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ আফসার কোম্পানি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪