বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৫ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্মম অচ্যাচার-নির্যাতন করা হয়েছে। দলীয় কার্যালয়গুলো সিলগালা করে দেওয়া হয়। বাড়িতেও থাকতে পারেনি নেতাকর্মীরা। বাড়িতে বসলেও জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে মামলা দেওয়া হয়েছে, শুধু জামায়াত নয়, বিরোধী মতের সবার ওপর পাশবিক নির্যাতন করা হয়েছে। অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে, অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন, তার উজির-নাজিররাও একই রকমের ছিলেন। কে কত মিথ্যা বলতে পারবে, সেই প্রতিযোগিতা ছিল গত ১৫ বছরে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জেলা শহরের পৌরসভা মাঠে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় পরিকল্পিতভাবে।
শেখ হাসিনার নির্দেশেই এটি করা হয়। গত ১৫ বছরে যত অন্যায়-অত্যাচার, জুলুম করা হয়েছে, তা ছিল শেখ হাসিনার মদদেই।
দলীয় নেতাকর্মীদের আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন, জামায়াত কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না। মানুষের ক্ষতি করবে না। যেখানে অন্যায় দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।
এদিকে কর্মিসভা ঘিরে লক্ষাধিক মানুষের জমায়েত হয় নীলফামারী শহরে। অনুষ্ঠানস্থল ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ছিল উপচেপড়া ভিড়।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪