ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে রুবেল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রুবেল রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের পটুয়াপাড়া এলাকার খলিলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, রুবেল দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এ ধরনের ঘটনা এড়াতে আরও সচেতন হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।