ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের প্রধান সড়কের ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের লেলিহান শিখায় আশপাশের প্রায় পাঁচটি দোকান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানের একটি ড্রাম থেকে আরেকটি ড্রামে পেট্রোল সরানোর সময় আগুন লাগে। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় ইসলাম এন্ড ব্রাদার্সর নামক দোকানটি। এছাড়া তাদের একটি সরিষার তেলের মিল পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দোকানের মালিক নুরুল ইসলাম বলেন, দোকানের ছেলে ও কর্মচারী ছিল। শুনেছি পেট্রোল এক ড্রাম থেকে আরেক ড্রামে স্থানান্তর করার সময় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি, ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় শুধু আমাদেরই।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ইসলাম এন্ড ব্রাদার্স দোকানে ডিজেল, পেট্রোল ও সরিষার তেল বিক্রি করে। দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪