নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে আগামীকাল শুক্রবার আয়োজিত কর্মীসভার প্রস্তুতি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। এই কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান।
২০০৭ সালের পর এই প্রথম জামায়াতের প্রকাশ্য রাজনৈতিক কর্মসুচি অনুষ্ঠিত হচ্ছে নীলফামারীতে শুক্রবার। জামায়াতের আমীরের সফর উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, সাবেক জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশিদ ও জেলা সেক্রেটারী আন্তাজুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক খায়রুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল জানান, দশটি ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত হবে শুক্রবার। শুধু জামায়াতের কর্মী নয় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন অনুষ্ঠানে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার পলায়নের পর দেশের মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ শুরু করেছে। যারই অংশ এই কর্মীসভা। সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪