নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় তুহিন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে শহরের জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তুহিন ইসলাম জলঢাকার মীরগঞ্জ চেয়ারম্যান পাড়ার গোলাম আজমের ছেলে।নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে নিহত তুহিন তার বউকে মোটরসাইকেল যোগে রংপুর নিয়ে যায়। সেখানে তাকে রেখে তুহিন বাড়ি ফিরছিলেন এসময়ে জলঢকা প্রেট্রোল পাম্প এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।পরে সে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪