নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই ও ভিসা প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর)সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এর আগে বুধবার রাতে উপজেলার দুরাকুটি এলাকায় অআটককৃতরা হলেন- উত্তর দুরাকুটি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শামসুজ্জামান (২৭), দুরাকুটি পাটোয়ারী পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোরসালিন ইসলাম (১৮), একই এলাকার ওমর গনির ছেলে রাকিব শাহ (২৩) ও আবু হামজালের ছেলে হাসু ইসলাম (২৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার সাথে জড়িত ছিলেন। প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে কোটি টাকা হাতিয়েছেন। এ জুয়ারিরা অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেন।
এ বিষয়ে ওসি আরও বলেন, আটককৃতদের একজনকে এর আগে ডিবি পুলিশ আটক করেছিলো, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা আছে। বাকি তিনজনের কাছে এখনো তেমন প্রমাণ না পাওয়ায় ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছ। এ বিষয়ে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪