স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): দেশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে দ্রুত ও সহজে ভোগান্তি ছাড়াই সবচেয়ে বেশি মানুষের মাঝে এই সেবা পৌছে দেওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে প্রথম স্থান অধিকারীকে পুরস্কার।
মঙ্গলবার(২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ থেকে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার, ইসলামি ফাউন্ডেনের ফিল্ড সুপারভাইজার মোঃ ফরিদ মিয়া প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধনে সকল শ্রেণীর জনসাধারণকে আরো উৎসাহিত করতে হবে।আমরা জনসংখ্যার সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে কার্যকরী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বির্নিমাণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪