বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম কুষ্টিয়া জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২১ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাব্বির তালুকদার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত দাপ্তরিক কমিটিতে আহবায়ক হিসেবে স্থান পেয়েছেন মো: রাকিবুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে পেয়েছেন তিতাস আহম্মেদ ।
২১ সংখ্যা বিশিষ্ট এই নতুন কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আছেন মোঃআলমগীর হোসেন, মোঃ আশরাফ আলী,মিথিলা আক্তার জুঁই ও যুগ্ন সদস্য সচিব হিসেবে রয়েছে আব্দুল হালিম আকাশ,তানজিল ইসলাম আকাশ,আন্নিকা ইসলাম চাঁদনী।
কার্যকারী সদস্য হিসেবে রয়েছে মামুনুর রশিদ বাপ্পি ,তানজিদ ইসলাম হামজা, পলাশ আহম্মেদ, রিপর আলী, হোসেন মাহমুদ নাঈম, পারভেজ হোসেন, সাইফুল্লাহ খালিদ শেখ, মাহফুজুর রহমান, সুমাইয়া ইয়াসমিন, সুরাইয়া সিদ্দিকা, সিজান খান, মোঃসোয়াইব হাসান, সায়েদ পারভেজ হোসেন, দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত আহবায়ক বলেন,আমাদের লক্ষ্য উদ্দ্যেশ্য বেকার যুবক ও যুবতী নারীদের আধুনিক প্রযুক্তিতে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী সক্ষমতা বৃদ্ধি করা। যুবদের স্ব-কর্মসংস্থান সৃজনে উপযোগী করে গড়ে তোলা। বিশ্বায়নের সাথে সুসংগঠিত রেখে যুবদের দেশ-বিদেশের শ্রম বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদে পরিনত করা। যুবকদের মাঝে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন সাধন করাই আমাদের অন্যতম লক্ষ্য।
নব নির্বাচিত সদস্য সচিব বলেন তিতাস আহম্মেদ বলেন,তারুণ্য অর্থ হচ্ছে বাঁধা না মানা। তীব্র স্রোতে উজান সাঁতারে পাড়ি দেয়াই তারুণ্যের ধর্ম। চেতানাদৃপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল প্রতিবন্ধকতার সকল চড়াই- উৎরাই মাড়িয়ে তারা বিজয় ছিনিয়ে আনে। ইনশাআল্লাহ আমাদের এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪