বাংলাদেশের এক পরিচিত মুখ, ছন্দের যাদুকর খ্যাত বিশিষ্ট ইসলামী আলোচক, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ বিশিষ্ট মুফাসসির মাওলানা এ কে এম এনামুল হক শাফী ইন্তেকাল করেছেন।
ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দুনিয়ার সফর শেষ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিতন কয়েক দিন লাইফ সাপোর্টে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল দশটায় তার নিজ গ্রাম পাটিকা বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।