রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিনামূল্যে থ্যালাসেমিয়া টেস্ট এবং সচেতনতা বৃদ্ধি করতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে এ আয়োজন করা হয়।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক, বায়োটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ সৌগতুল ইসলাম। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগের কারণ, প্রতিকার এবং সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ১০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে থ্যালাসেমিয়া টেস্ট করা হয়।
আয়োজনে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি জটিল রক্তজনিত রোগ, যা সময়মতো প্রতিরোধের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।