রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বৃহত্তর ফরিদপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সজীব শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শেখ মুবিন।
রবিবার (১২ জানুয়ারী ) সংগঠনটির উপদেষ্টারা এ কমিটির অনুমোদন দেয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে উর্মি আক্তার, জুয়েল হোসেন,বায়জীদ শিকদার, সজীব চত্রবর্তী,রিপন,মেহেদী,কেএম মাহিন,সাকীব শিকদার,মহিউদ্দিন, মাহিয়া শরিফ যুগ্ম সাধারণ সম্পাদক জিয়ন হোসেন,চুমকি খাতুন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, স্বপ্নীল মন্ডল, সুজন মন্ডল কোষাধ্যক্ষ ফাহিম খান, দপ্তর সম্পাদক চঞ্চল কুন্ডু প্রচার সম্পাদক ;সালাউদ্দিন খান,অন্তরা আক্তার।ক্রিয়া বিষয়ক সম্পাদক সোহানুর রহমান তুফান ছাত্রী বিষয়ক সম্পাদক এমিলি আক্তার তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান রিফাত আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাসেল মন্ডল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য।
কার্যকারী সদস্যরা হলেন সৈয়দা নুসরাত জাহান মোঃ মাহফুজ ইসলাম মেহেদীমোঃ সজিব মাতব্বর নাইমুল ইসলাম শ্রীবাস কুমার পাল জুনায়েদ হোসেন মারুফ ফারজানা আক্তার মোস্তাফিজুর রহমান তামিম।
উপদেষ্টা মন্ডলীদের মধ্যে রয়েছেন মারুফা রহমান (সহযোগী অধ্যাপক, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ),মোঃ সাইফুল ইসলাম (সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ),বিদ্যুৎ কুমার ঘোষ (সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ),সামসুল আলম (সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ), সহিবুর রহমান সোয়েব (প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)।
এছাড়াও ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন, আফজাল হোসেন জয়, (৩য় ব্যাচ, মার্কেটিং বিভাগ) ইলিয়াস মাহমুদ (৬ষ্ঠ ব্যাচ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ),মোঃ কবির হোসেন (৭ম ব্যাচ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), রুহুল আমিন রাজ (৭ম ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), আক্তার হোসেন (৮ম ব্যাচ, মার্কেটিং বিভাগ), শিমুল আহমেদ (৮ম ব্যাচ, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ),রমিজ সর্দার (৮ম ব্যাচ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ),নয়ন সেন হীরক (৯ম ব্যাচ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ),রাফিন হোসেন অনিক (১০ম ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), মিন্টু রহমান (১১ তম ব্যাচ, সমাজবিজ্ঞান বিভাগ)