রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ির ফাতিহুল ইসলাম শোভনকে সভাপতি ও মোঃ সুজন রানাকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নবাগত ১৬ তম ব্যাচের নবীন শিক্ষার্থী যারা স্বপ্নসিঁড়ি সংগঠনে যুক্ত হতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে ২০২৫-২৬ মেয়াদের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেরোবি মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক সহ সদ্য বিদায়ী কমিটির সদস্যরা তাদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ফাতিহুল ইসলাম শোভন এবং সাধারণ সম্পাদক হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সুজন রানা নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মীর মোহতাসিম হোসেন সিয়াম, জাকিয়া আক্তার, আব্দুল্লাহ আল আসিফ আকন্দ, মোঃ আবুল খায়ের জায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম সাজ্জাদ, কোষাধ্যক্ষ তামিম ইকবাল, সাংগঠনিক সম্পাদক, সায়মন সরকার, হুমায়রা জান্নাত ঐশী, মোঃ মমিন ইসলাম, দপ্তর সম্পাদক, মোছাঃ সুবর্ণা আক্তার, ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক আবু তৈয়ব সিদ্দিক সোহাগ, আইরিন সিনথিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক, রিয়াজুল ইসলাম শিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক, মোছাঃ জেসমিন খাতুন, মাসরিকুল হাসান সোহেল, মোছাঃ সাদিয়া আক্তার।
নবনির্বাচিত সভাপতি ফাতিহুল ইসলাম শোভন বলেন, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করা।
আমাদের স্বপ্ন একটি সুন্দর, সমৃদ্ধ, এবং মানবিক সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে। আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প, শিক্ষামূলক কার্যক্রম, এবং দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ করে যাচ্ছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সুজন রানা বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, সকলের সমর্থন ও আস্থা নিয়ে এই সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। আমার লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করে তোলা যাতে সমাজের উন্নয়নমূলক কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করা যায়। সকলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে সংগঠনের সাফল্য নিশ্চিত করতে চাই। আমি দৃঢ় প্রত্যয়ে আশাবাদী যে, আমরা একত্রিতভাবে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪