বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে কুষ্টিয়াতে চালু হয়েছে বিনা লাভের দোকান।
চারিদিকে বাজারে অস্থিরতা। নিম্ন আয়ের মানুষদের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলিও যেন পরিস্থিতির শিকার। কাঁচাবাজারে শাক সবজির মূল্য আকাশছোঁয়া। সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও তাতে বিশেষ কোন লাভ হয়নি। চারিদিকে যখন হতাশার ছাপ ঠিক তখনি শিক্ষার্থীদের ব্যাতিক্রমী উদ্যোগে স্বস্তি ফিরেছে কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের মধ্যে।
বাস্তবায়িত হয়েছে “বিনা লাভের দোকান”। দোকানে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে নানারকম শাক-সবজি। আজ বুধবার বিকাল ৩ টায় চালু হয়েছে এই দোকান। কুষ্টিয়া জেলার চৌড়হাস কাঁচাবাজার ও পাঁচ রাস্তার মোড়ে প্রতিদিন বসবে এই বিনা লাভের দোকান। বিকাল তিনটা হতে পাঁচটা পর্যন্ত বাজার করতে পারবেন সকল শ্রেণির মানুষ। বাজারে দামের উর্ধগতি লাঘবে বিশেষ ভুমিকা রাখবে এই বিনা লাভের দোকান। চড়া দামের বাজারে ন্যায্যমূল্যে বাজার করবেন এমনটাই আশা করছেন সকলে।