সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে বৈইলাজান গ্রামে একই মাঠে ২২৬টি পশু কোরবানী এবং ১৫৫৫টি খানায় পঞ্চায়াতরে বন্টন দেওয়া হয়েছে।
এলাকার সূত্রে জানা যায়, উপজেলার বৈলাজান গ্রামের এ মাঠে প্রায় ২০০ বছর পূর্বে থেকে গ্রামবাসী একত্রে কোরবানী করে আসছে। ইদগাহ মাঠ ২টা মসজিদ ৭টি মসজিদ নিয়ে গঠিতসমাজ থাকলেও এ গ্রামে কোরবানীর মাঠ একটি । কোরবানী ঈদ আসলেই এ গ্রামে শুরু হয় এক অন্য রকম উৎসব । গরীব ধনী সকলরে মাঝে সৃষ্টি হয় এক ভ্রাতৃতরে বন্ধন । ভিন্ন মাঠে ঈদের নামাজ আদায় করলেও কোরবানীর পশু নিয়ে চলে আসে কোরবানীর মাঠে এবং কোরবানীর পশু জবাই করার পর ব্যস্ত হয়ে পরে নিজ নিজ পশুর মাংস তৈরীর কাজে । কোরবানীকৃত পশুর মাংস তিন ভাগ করে এক ভাগ মাংস যেখানে জমা দিতে হয় তাকে বলে হয় পঞ্চায়তে । পঞ্চায়েতের লোকজন তা গ্রামের ১৫৫৫টি খানায় সমান হারে বন্টন করে প্রতি ঘরে ঘরে পৌছে দেওয়ার ব্যবস্থা করে থাকে ।জাহাঙ্গীর আলম বলেন, আমি ছোট থেকেই দেখে আসছি এ কোরবানীর মাঠ , আমার দাদারাও এ মাঠে কোরবানী করতো , তখন এত কোরবানী হতো না ।
সুমন বলেন,উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। পঞ্চায়েত সভাপতি ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া, আমার বাপ-দাদার আমল থেকে এই বন্টন করে আসতেছে। এখন আমরা করতেছি। গত বছররে চেয়ে এ বছর কোরবানী কম হয়েছে । ৭০টি গরু ও ১৫৬টি খাসী, এ মাঠের রয়েছে নানা সমস্যা আবজনা পরিস্কারের তেমন কোন ব্যবস্থা নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪