যশোরে জামায়াত নেতা সজল হত্যা ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নাভারণ বাজারে বিক্ষোভ মিছিল করেন, শার্শা উপজেলা জামায়াতে ইসলামী।
উক্ত কর্মসূচিতে অংশ নিয়ে র্যারি শেষে নাভারণ শহীদ জাবিরের মোড়ে (সাতক্ষীরা মোড়) আলোচনা রাখেন মাওলানা আজিজুর রহমান (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী)
ও মাওলানা হাবিবুর রহমান (কেন্দ্রীয় শুরার সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী)
মাওলানা আজিজুর রহমান বলেন, এই বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের ঠাই দেওয়া হবেনা,যারা আমিনুল ইসলাম সজলকে হত্যা করেছে তাদের মধ্যে ১ও২নং আসামীকে গ্রেফতার করতে হবে।
তিনি আরো বলেন আমি বিএনপির ভাইদের আহবান করতেছি, আসুন আমরা সবাই মিলে এক হয়ে, এই দেশ থেকে সকল প্রকার সন্ত্রাসীদের দুর করতে হবে।
কারণ সন্ত্রাসীদের কোন দল হয় না।