বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাড়িতে এলেন ও কবর জিয়ারত করলেন বেসামরিক বিমান পরিবহ ও পর্যটন উপদেষ্টা জনাব এএফ আরিফ হাসান। প্রথমে তার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখাসাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন এবং সার্বক্ষণিক তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় শহীদ আব্দুল্লাহর ভাই বলেন, আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, আমি চাইনা আর কোন ভাইয়ের প্রাণ হারিয়ে যাক। তাই আপনাদের কাছে অনুরোধ, অসুস্থ ভাইবোনদের অতি শীগ্রই উন্নত চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, শার্শা উপজেলার সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া ও বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের আহবায়ক শহীদ আলী সহ আরোও স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মাওলানা আজিজুর রহমান প্রস্তাব করেন, বেনাপোল পৌরগেটের নাম যেন শহীদ আব্দুল্লাহর নামে নামকরণ করা হয়,যাতে দেশবাসী তার কথা স্মরণ করে।তাকে ভুলে না যায়।
অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমি উপদেষ্টা মহোদয়ের কাছে কৃতজ্ঞ যে তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছেন। তার জন্য বেনাপোল ও যশোরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।