৭ডিসেম্বর ২০২৪ বিকাল ৩টায় যশোরের শার্শা উপজেলার লাউওতাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদের সৌজন্যে, আরাফাত রহমান কোকো স্মৃতিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, জনাব খায়রুজ্জামান মধু (আহবায়ক, শার্শা উপজেলা বিএনপি)
জনাব আশরাফুল আলম বাবু(সদস্য, শার্শা উপজেলা বিএনপি)
জনাব হামিদুর রহমান (সভাপতি উলাশী ইউনিয়ন বিএনপি)
জনাব সহিদ আলী (আহবায়ক বেনাপোল স্থল বন্ধর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫)সহ আরো স্থানীয় নেতা কর্মীগণ।
খেলাটি ৬০মিঃ খেলার পরে দুই দলের মধ্যে ড্রো হওয়ায়, শেষ পর্যায়ে ট্রায়ফিগারের মাধ্যমে নাভারণ ফুটবল একাদশ বিজয়ী হয়,এবং রানার্সআপ হয় কাগজপুকুর ফুটবল একাদশ।
প্রথম পুরস্কার হিসেবে ৩৫,০০০টাকা প্রাইজমানি, এবং দ্বিতীয় পুরস্কার ২০,০০০টাকা প্রাইজমানিসহ বিশেষ বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪