যশোরের শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, ১০৪ টা ছাগল ও ৫৭ জন ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্। ৫০০০ টাকা সহ ৩ টা ভ্যান ৫৬০০০ টাকা মুল্যে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন।
তার ধারাবাহিকতায় প্রথমে শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর অফিস নাভারণ দারুল আমান ট্রাস্ট থেকে শুরু করেন, এবং তার পরপরই ০৯নং উলাশী ইউনিয়নের জনসাধারণের মধ্যে ১২জনকে ছাগল ও নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,
মাওলানা আজিজুর রহমান (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা উপজেলার আগামী নির্বাচনে জামাতের মনোনীত প্রার্থী),
মাওলানা হাবিবুর রহমান, (কেন্দ্রীয় শুরার সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী ও আমীর যশোর জেলা পশ্চিম)
আরো উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা হাবিবুর রহমান ( কর্মপরিষদ সদস্য শার্শা উপজেলা জামায়াতে ইসলামী),
এডভোকেট জাহাঙ্গীর আলম (কর্মপরিষদ সদস্য শার্শা উপজেলা জামায়াতে ইসলামী),
এবং উপস্থিত ছিলেন মাওলানা শের শাহ( সভাপতি উলাশী ইউনিয়ন জামায়াতে ইসলামী),
সহ আরো অন্যান্য নেতাকর্মী।
মাওলানা আজিজুর রহমান বলেন,
“আমরা আপনাদের কাছে যতটুকু সম্ভব হয়েছে স্বল্প পুঁজি দিয়েছি, আশা করি আপনারা ছোট থেকে শুরু করে একদিন বড় ব্যাবসায়ী হবেন। ইনশাআল্লাহ
আর যারা ছাগল পেয়েছেন তারা এই ছাগলগুলাকে যত্ন করে পালন করবেন, এবং কোন রোগব্যাধি হলে চিকিৎসা করাবেন। ইনশাআল্লাহ আশা করি এ থেকে আল্লাহ আপনাদের সাবলম্ভী করবেন।