যশোরের, শার্শা উপজেলার বাগআচঁড়া হাইস্কুল ময়দানে আজ ২৮/১০/২০২৪ সোমবার বেলা ৩টা থেকে সন্ধা প্রর্যন্ত এই দিবসটা পালন হয়,
উক্ত কর্মসূচিতে প্রাধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী ও যশোর ৮৫-১এর নমুনি।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় শুরার সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফারুক হাসান (আমির শার্শা উপজেলা জামায়াতে ইসলামী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, আমরা আছি আমরা থাকবো,আর যা আমাদের নিষিদ্ধ করেছিলো তাদের নির্বাহী আদেশে, আজ আল্লাহ তাদেরকেই অপসারণ করেছে।
তিনি আরো বলেন ২০০৬সালে এই খুনি হাসিনা আমাদের তরুণ প্রজন্মের জিবন নিয়ে খেলা করেছিলো,আমরা সেই সমস্ত খুনের বিচার চাই।
বিশেষ অতিথি বলেন ২০০৬সালে ২৮এ অক্টোবর আমার নিজের উপরে এই বাগআচঁড়া বাজে হামলা চালিয়ে ছিলো ঐহায়নার দল, তারা পল্টন ময়দানে শত শত ভাইকে পিটিয়ে হত্যা করেছে।
আমরা এই খুনি হাসিনার বিচার চাই, তার ফাঁশি চাই,