যশোর জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত।
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রতিটি খুনের বিচার করে আইনের শাসন নিশ্চিত করতে হবে
-মোঃ মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন বলেছেন, “বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ওপর জুলুম-নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, জুলুম-নির্যাতন চালিয়ে দেশকে এক ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। তারা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, আইন-আদালত, মানবাধিকারসহ দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। পালিয়ে গিয়ে রক্ষা পাওয়া যাবে না। তাকে সন্তানহারা শতশত মা-বা হাহাকার, বাবাহারা হাজারো শিশুর আর্তনাদ, স্বামীহারা স্ত্রীর প্রতি ফোটা চোখের পানির হিসাব দিতে হবে।