চাঁদা দিতে অস্বীকার করায় সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ ব্যবসায়ীর
পুকুরে লাল নিশান টানিয়ে মাছ ধরতে নিষেধ করলো এলাকার একটি সন্ত্রাসী চক্র।এ বিষয়ে সন্ত্রাসী,চাঁদাবাজদের বিরুদ্ধে পুকুর মালিক দেলবার সলঙ্গা থানা ও সেনাবিহিনী ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়,
গত ২৬ অক্টোবর এলাকার সন্ত্রাসী,চাঁদাবাজ আইয়ুব আলী, আকাশ, মজনু মিয়া, মানিক গংয়েরা ২০ লক্ষ টাকা চাঁদা না করে। দাবীকৃত টাকা না পেয়ে পুকুর মালিক দেলবার হোসেনের বাড়িতে বেআইনী ভাবে অতর্কিত ঢুকে হামলা,ভাংচুর,মারপিটসহ টাকা,স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে যায়। দেলবার হোসেন আরও জানান,চৈত্রহাটি মৌজায় আমার লিজকৃত পুকুর যাহার খতিয়ান নং-এস,এ ১৪৭,আর, এস – ২৮০ দাগ নং- সাবেক ১২৯,১৬০ ১৬৮,১৭৫ হাল দাগ নং- ১৭১,১১৪,১৪৬,১৪১ জমির পরিমান মোট ১০১৬ শতক।এলাকার চিহ্নিত ভুমিদস্যুরা দখলের পাঁয়তারায় আমার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। নিরূপায় হয়ে উক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আমি সলঙ্গা থানা ও সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করি।ভুক্তভোগী দেলবার জানান,
এই পুকুর নিয়ে ইতিপুর্বেও তারা চাঁদাদাবী করেছিল।তৎকালীন রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উভয় পক্ষ নিয়ে বিচারে সমাধান করেন।সম্প্রতি ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর তারা আবারও সক্রিয় হয়ে ওঠে।এ বিষয়ে অভিযুক্তরা জানান,আমাদের বিরুদ্ধে দেলবার বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ করছে। প্রকৃত পক্ষে আমরা তার কাছে কোন চাঁদাদাবী করি নাই।