• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

সাংবাদিক পরিচয়ে জবি টিএসসিতে দোকান দখল ও মালামাল লুট

জবি প্রতিনিধি, শেখ জুবায়ের রাহাত / ৮২ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক পরিচয়ে টিএসসিতে ভাতের দোকান দখল করেছে ওবায়দুল ইসালম নামে এক শিক্ষার্থী। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি। ওবায়দুলের বাড়ি শেরপুর জেলায়।

২৩ নভেম্বর (শনিবার) সকালে ওবায়দুল ইসলাম জবি টিএসসির ব্যবসায়ী রফিক মোল্লার দোকান দখল করেন। এর আগে গতকাল ২২ নভেম্বর (শুক্রবার) রাত ২ টায় রফিক মোল্লার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যান এবং এর দীর্ঘদিন ধরে রফিক মোল্লাকে ফোনে ও সামনাসামনি হুমকি দিয়ে টিএসসির দোকান ছেড়ে দিতে বলেন।

দীর্ঘ ১০ বছর ধরে রফিক মোল্লা টিএসসিতে ভাতের ব্যবসা করে আসছেন। মোল্লার দোকানের জায়গায় নিজে দোকান বসানোর জন্য এর আগে ওবায়দুল আরো কয়েকবার মোল্লাকে এখান থেকে উঠে যাওয়ার জন্য জোরাজুরি করেন। শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী রফিক মোল্লাকে জিনিসপত্র গুটিয়ে টিএসসি ত্যাগের হুমকি দেয় ওবায়দুল। জিনিসপত্র না সরিয়ে নেওয়ার কারণে রাত ২ টায় দোকান লুটপাট করে ওবায়দুল।

ভুক্তভোগী রফিক মোল্লা বলেন, আজ সকাল বেলা আমার ছেলে খাবার রান্না করে টিএসসিতে আসলে তাকে ধাক্কা দিয়ে ফোন ছিনিয়ে নেয় এবং হুমকি দেয়া হয় ক্যাম্পাসের ভিতরে নিয়ে আটকিয়ে রাখবে। আমি গরীব মানুষ,আমার বউ প্রতিবন্ধি, ছেলেটা মাদ্রাসায় পড়ে, দীর্ঘ ১০ বছর ধরে এখানে ভাত বিক্রি করে জীবনটা কোনোরকম পার করি। এখান থেকে উঠে যাওয়ার জন্য ওবায়দুল বেশ কয়েকদিন ধরে আমাকে প্রেশার দিতেছিলো এখানে নাকি সে দোকান দিবে। শুক্রবার সন্ধ্যায় থ্রেট দেওয়ার পর রাত ২ টার দিকে আমার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। ক্যাশ, গ্যাস সিলিন্ডার, গ্লাস-প্লেট, টেবিল- চেয়্যারসহ আমার ৫০-৬০ হাজার টাকার জিনিসপত্র ছিলো, সকাল বেলা এসে কিছু খুঁজে পাইতেছিনা। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ওবায়দুলের এলাকাবাসী থেকে জানা যায়, তার বাবা পেশায় একজন ভ্যান চালক। ওবায়দুল দীর্ঘদিন শিবিরের সাথে সংযুক্ত ছিলো। বিশ্ববিদ্যালয়ে এসে সে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়। গত ৭ জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনের সময় ওবায়দুল শেরপুর-৩ আসনের ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলো। ছাত্রশিবির, ছাত্রলীগ করার পর বর্তমানে সে ছাত্রদলের ছায়াতলে কাজ করছে। জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিনের অনুসারী।

উল্লেখ্য, সাংবাদিক ও দলীয় পরিচয়ের নাম ভাঙিয়ে ওবায়দুলের নামে হল দখল এবং নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!