ছাত্রলীগ নিষিদ্ধের খবরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে সন্ত্রাসী আখ্যা দিয়ে আওয়ামী ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই রাত ১১:৩০ টায় নোবিপ্রবির আবাসিক হলের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করে।
মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে, “একটু আগে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো”, “ছাত্রলীগ নিষিদ্ধ!নিষিদ্ধ! নিষিদ্ধ”,”ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও”,”ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”।
প্রজ্ঞাপনে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ”-কে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ “বাংলাদেশ ছাত্রলীগ” নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করিল।
বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ডে জড়িত ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।
নিষিদ্ধের খবরে নিজের আনন্দ ব্যক্ত করতে গিয়েটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত বলেন,বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসী এবং চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ২৪ সালের যখন আমাদের কোটা আন্দোলন শুরু হয়েছে ছাত্রলীগ আমার ভাই-বোনদের উপরে অতর্কিত হামলা এবং গুলি চালায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই রাতে ছাত্রলীগ আমার বোনদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে সে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগ সরাসরি বিরোধিতা করে আমার ভাইবোনদের উপর অতর্কিত ভাবে গুলি চালিয়েছে। আমরা মনে করি এদেশের মাটিতে ছাত্রলীগের থাকার কোনো বৈধতা নেই।ছাত্রলীগ নিষিদ্ধকরণের পাশাপাশি অতিসত্ত্বর তাদের বিগত সময়ের অপকর্মের দাঁত ভাঙা জবাব দিতে হবে।