সেচ্ছাসেবী সংগঠন Earn N Live এর উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের পাতড়াখোলা কারিমীয়া রাশিদীয়া এতিমখানা ও লিল্লাহি বোডিং এর এতিম-অসহায় ছাত্রদের মাঝে ভালো খাবারের আয়োজন করা হয়। খাবার আয়োজনে ছিল বিরিয়ানি, মুরগীর রোস্ট, ডিম। পাশাপাশি ছাত্রদের বিনোদন জোগাতে ইসলামিক সংগীত ও খেলাধুলার আয়োজন করা হয়।
মাদ্রাসায় এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ সমাজের এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দাতব্য সংস্থা Earn N Live উদ্যোগে এই ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে।
Earn N Live প্রতি মাসে বা বিশেষ দিনগুলোতে মাদ্রাসাগুলোতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করে থাকে। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহ করে তাদের দৈনন্দিন পুষ্টির ঘাটতি পূরণ করার চেষ্টা করা হয়। এসব প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনে কিছুটা আনন্দ ও ভালোবাসা যোগ করা।
এ ধরনের মানবিক উদ্যোগ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং সমাজের মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করে।
তৃপ্তিসহকারে খাবার খেয়ে আর্ন এন্ড লিভের চেয়ারপার্সন ফরিদা ইয়াসমিন জেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা। এই ধরণের মানবিক অব্যাহত থাকবে বলে এমনটি প্রত্যশা করে তারা।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার মুহাতামিম মাওলানা নাজমূল হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মাদ্রাসার অন্যান্য হুজুরগন আরও উপস্হিত ছিলেন আর্ন এন্ড লিভের জেলা প্রতিনিধি মোঃ জাহিদ আনোয়ার ও সেচ্ছাসেবীগণ মোঃ আসাদুজ্জামান আসাদ, মোস্তাফিজুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ ইব্রাহিম হোসেন,মোঃমাসুম বিল্লাহ প্রমুখ
খাবার কেমন হয়েছে এমনটা জানতে চাইলে উক্ত মাদ্রাসার ছাত্র মোঃ মোজাহিদুল ইসলাম বলেন, অনেকদিন পর মুরগীর রোস্ট, ডিম, বিরিয়ানী খেলাম। খাবার পেটপুরে খাইছি। মাদ্রাসায় সরাচর এমন খাবার রান্না করা হয় না। আজ আপনাদের এই খাবার খেয়ে প্রাণ জুড়িয়ে গেছে।