বুধবার নেপালে স্বাগতিকদের বিপক্ষে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে জিতে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশে ফিরছেন বীরকন্যারা। বরণ করে নিতে ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। সেসব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সাফজয়ীদের ফেরার সব খবর। সাবিনারা বিমানবন্দরে নামেন দুপুর আড়াইটার দিকে।
ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের দেয়া হয়েছে সংবর্ধনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অর্থ পুরস্কার পেয়েছেন বিজয়ীরা। এবার প্রধান উপদেষ্টার থেকে সংবর্ধনা নেয়ার অপেক্ষায় লাল-সবুজের মেয়েরা।