নীলফামারীতে ধান মাড়াই ট্রাক্টরের চাকা খুলে গাছের সঙ্গে ধাক্কায় সঞ্জয় চন্দ্র(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাক্টরে থাকা আরেকজন আহত হতে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার( ৩ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের বাবড়িঝার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সঞ্জয় চন্দ্র ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা চৌধুরী পাড়া এলাকার প্রদীব চন্দ রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকা ঘুরে তারা ধান মাড়াই ট্রাক্টর দিয়ে ধান মাড়াই করে বাড়ি ফেরার পথে বাবড়িঝার এলাকায় পোঁছালে গাড়ীর একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সঞ্জয় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।