• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

কুমারখালীতে থানা বিএনপি’জেলা  যুগ্ম আহবায়ক শেখ সাদীকে গণসংবর্ধনা দিলো

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার / ১৩৩ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুষ্টিয়া জেলার যুগ্ম আহবায়ক শেখ সাদীকে গণসংবর্ধনা দিয়েছে কুমারখালী ও খোকসা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকালে কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে শেখ সাদীর নিজ বাসভবনে কুমারখালী থানা বিএনপি’র আয়োজনে এ গনসংবর্ধনা অনুষ্টিত হয়। এসময় বিএনপির কুমারখালী- খোকসা উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শেখ সাদীকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

কুমারখালী থানা বিএনপির আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক শেখ সাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাফিজুর রহমান,  উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক উম্মে সালমা পারভীন রুনা, পৌর বিএনপি’র সদস্য সচিব হাজী মনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য আব্দুল মুইদ  বাবুল, খোকসা থানা বিএনপি’র সদস্য সচিব নাফিজ আহমেদ রাজু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম আহ্বায়ক শেখ সাদী বলেন, আমি দেশ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানায়। তিনি আমার প্রতি আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি কুমারখালী-খোকসাবাসীর পক্ষ থেকে বিএনপি’র মহাসচিবকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন আমার রাজনীতির বয়স ২৬ বছর আমি হাইব্রিড না। কাজ যে কারো সাথে বেইমানি করি নাই আমার ব্যবসায়িক জীবন তার প্রমাণ। রাজনৈতিক জীবনে আমি কাজ করে গেছি দলের জন্য, কাজ করে গেছি মানুষের জন্য আমি দলের কাছে কখনো কোনো পদ চাইনি। দল খুশি হয়ে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা আমার পরে আস্থা রাখেন আমার প্রতি বিশ্বাস রাখেন আপনারা যা চাবেন দল আপনাদেরকে তাই দিবে তারই প্রমাণ পাচ্ছেন। আমাদের একটি চমৎকার কমিটি হয়েছে। বিগত কমিটি গত ১৬ বছর ধরে অনেক থেমে গিয়েছিল আমার বিশ্বাস এই কমিটি বিএনপিকে অনেক দূরে নিয়ে যাবে। তিনি আরো বলেন এই কমিটিকে আরো সুন্দর করা যেত কিছু কিছু নেতাকর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে এদেরকে নিতে পারলে এই কমিটি আরো সুন্দর হতো । দলের সাথে কথা বলে বঞ্চিতনেতাদের একটা ভালো জায়গা নেয়ার জন্য কথা জানান তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!