সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হরিণচড়া বাজার সদরস্থে দোকান ভাড়া নিয়ে পদ্মা এজেন্সির লাইনম্যান কে এম শামীম হাসান (৩৫) নামের এই ব্যক্তি একাই তিনি (৩) তিনটি সংগঠনের সভাপতি হয়ে এলাকার কিছু অকর্মা,অশিক্ষিত ছেলেদের নিয়ে সংগঠন করে নানা রকমের ধান্দাবাজী, চাঁদাবাজী ও মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এবং সে কোন পত্রিকা বা কোন টিভিতে কাজ করে তা কেউই ঠিক ভাবে বলতে পারছে না। তাকে কোনো মূলধারার গণমাধ্যমকর্মীরা চেনেন,জানেন না বলেও জানান তারা। সে সলঙ্গা থানার ভট্টমাঝিরা গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে কে এম শামীম হাসান।
এব্যাপারে নাম প্রকাশ করতে অনিচ্ছুক দুই – এক জন সিনিয়র সাংবাদিকরা জানান, বহুবছর ধরে কে এম শামীম পদ্মা এজেন্সির লাইনম্যান হিসেবে কাজ করে আসছে। এখন এলাকার লোকজনের কাছ থেকে শুনছি সে নাকি পত্রিকার হকার থেকে সাংবাদিক হয়েছে। তার এসএসসি কত সালে? সে কোন স্কুল থেকে পড়াশোনা করেছে তা কেউই ঠিক বলতে পারে না। আবার তিনি প্রত্যেক তিন মাস পর পর ১টি করে সংগঠন পরিবর্তন করেন বলেও অভিযোগ উঠেছে।