রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বৃহত্তর ময়মনসিংহ জেলার নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত হলো “নবীনবরণ-২০২৫”।
ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের গ্যালারি রুম-৩০১-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক শেখ মাজেদুল হক, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কাজী রেজওয়ান হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং রেডন ভর্তি কোচিং সেন্টারের পরিচালক মোঃ আল আমিনসহ নবীণ শিক্ষার্থীসহ ময়মনসিংহ জেলা বিভিন্ন থানার শিক্ষার্থীরা।
এই সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন হলো জ্ঞানের অবারিত দ্বার উন্মোচনের সময়। এই সময়টিকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে হবে।” তাঁরা আরও বলেন, “শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে জীবনে এগিয়ে চলাই হবে সাফল্যের চাবিকাঠি।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং সিনিয়র শিক্ষার্থীরা তাঁদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। দিনটি আরও আনন্দঘন হয়ে ওঠে পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি এবং অন্যান্য সৃজনশীল পরিবেশনা উপস্থাপন করেন।
নবীনবরণ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীদের মধ্যে এই আয়োজন নিয়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।