মানবাধিকার ও ন্যায়বিচারভিত্তিক অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন "রিজিওনাল রাইটস এন্ড জাস্টিস (রিজু)" আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রংপুরের আহার রেস্টুরেন্টে ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠন রিজুর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বেরোবি।
এছাড়াও পরিবেশ ও জলবায়ুর দায়িত্ব পেয়েছেন ড. মো. আব্দুর রাকিব, অর্থনীতি ও বাজার ব্যবস্থাপনায় জনাব মো. রাসেল উদ্দিন, মানবাধিকার ও নিরাপত্তায় ড. মো. মনিরুজ্জামান, শিক্ষা ও সংস্কৃতিতে দীপিকা বিশ্বাস, কৃষি ও খাদ্য নিরাপত্তায় ড. মো. আব্দুল লতিফ, স্বাস্থ্য খাতে মো. মিরাজুল মোহসিন, ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিতে মো. আবুল কালাম আজাদ, নগর উন্নয়নে জনাব মো. আরিফুর রহমান, এবং গণমাধ্যম ও বাকস্বাধীনতায় সাংবাদিক মো. মাজহারুল মান্নান পরিচালকের দায়িত্ব পালন করবেন।
এছাড়া, উপদেষ্টা পর্ষদে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. লুতফর রহমান ও ড. রেজাউল হক। এছাড়াও ৩৩ জন ফেলোরা এই সংগঠনের সাথে যুক্ত আছেন। সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছেন গবেষক, শিক্ষক, সাংবাদিক এবং আইন বিশেষজ্ঞরা।
রিজু উদ্দেশ্য রিজিওনাল রাইটস এন্ড জাস্টিস (রিজু) একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচারে কাজ করে। এটি মানবাধিকার, আইনের শাসন ও সুশাসনের মাধ্যমে সমতা ও সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিজু বিশ্বাস করে, স্থানীয় ও বৈশ্বিক সমস্যাগুলো চিহ্নিত করে সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি সুস্থ সমাজ গড়া সম্ভব। সংগঠনটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার ভিত্তিতে কাজ করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভবিষ্যৎ কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, রিজু মানবাধিকার ও সামাজিক ন্যায়ের উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- [email protected]
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪