শুক্রবার (৩ জানুয়ারি) দুই দিনের সফরে কুষ্টিয়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সুধী ও কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে জেলা জামায়াতের কর্মী সম্মেলন। এর আগে আজ শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সুধী সমাবেশেও আমীরে জামায়াত প্রধান অতিথির বক্তব্য রাখবেন। কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইনসহ বক্তব্য রাখবেন আঞ্চলিক ও স্থানীয় নেতৃবন্দ বক্তব্য রাখবেন।
এবিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, সহ সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, পৌর আমীর এনামুল হক, সাবেক পৌর আমীর হাফেজ রফিক উদ্দিন আহমেদ প্রমুখ।
কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়।
মতবিনিময় সভায় বক্তব্যে জেলা জামায়াতের নেতারা বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সাংবাদিকদের সাথে মিলিত হবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। জামায়াতের উপর তারা অমানবিক নির্যাতন-নিপীড়ন চালিয়েও জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এ পরিবর্তিত প্রেক্ষাপটে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়তে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ১০ দফা ঘোষনা করেছেন। নেতৃবৃন্দ জানান, আমীরে জামায়াতের কুষ্টিয়া আগমন উপলক্ষে দলের কর্মী, সমর্থক ও সহযোগিদের নিয়ে তিন লক্ষাধিক কর্মীর অংশ গ্রহনে সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তারা সকল মিডিয়ার সাংবাদিকদেও এবিষয়ে সহায়তা কামনা করেন।
এদিকে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। ব্যানার পোস্টার তোরণ নির্মিত হয়েছে জেলার গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে। চলছে প্রচার প্রচারণা। এক সপ্তাহ আগে থেকেই মঞ্চ তৈরির কাজ চলছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর জেলাসহ প্রতিটি উপজেলা সদরে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জামায়াত নেতা কর্মীরা।