দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ নশরতপুর ইউনিয়নের দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসায় Earn N Live এর সহযোগিতায় উন্নতমানের খাবার বিতরন ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।
Earn N Live এর সদস্যরা বলেন, প্রত্যন্ত চর অঞ্চলের এতিমখানাগুলোতে প্রতিনিয়ত খাদ্য সংকটে থাকে। তাদের জন্য ভালো খাবার জোগান দেয়া দুঃসাধ্য ব্যাপার। ভালো খাবার থেকে বঞ্চিত এতিম শিশুরা সুন্দর একটি মুহুর্ত কাটিয়েছে এটাই আমাদের জন্য বড় উপহার।
জানা গেছে, সমাজসেবামূলক কাজের মাধ্যমে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি’র প্রতিষ্ঠিত সংগঠন Earn N Live। তিনি প্রবাস থেকে নিঃস্বার্থ ভাবে গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন, দারুল আকরাম মাদ্রাসার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম, Earn N Live এর জেলা প্রতিনিধি আব্দুল জব্বার, চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি মো.ফরিদুল ইসলাম, আব্দু্ল্লাহ, আতিউর রহমান, আলামিন, হাফিজ, এনামুল,সাজু সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী সহ মাদ্রাসার কতৃপক্ষ উপস্থিত ছিলেন।