জামালপুরের ইসলামপুর উপজেলায় গলায় উড়না পেচিয়ে শারমিন(২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করছে ইসলামপুর থানা পুলিশ।
১৭ নভেম্ব(রবিবার) সকালে নিজ বসতবাড়ি চৌচালা ঘরের ধর্নার সাথে উড়না পেচিয়ে ফাসি দেওয়া শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শারমিন উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের আনিসের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কে গত ৩ মাস আগে বিয়ে করেন এই দম্পতি, বিয়ের পরে সুখে শান্তিতে সংসার চলছিলো তাদের, শারমিনের হঠাৎ এমন রহস্যজনক মৃত্যুতে প্রশ্ন উঠেছে জনমনে। তবে শারমিনের মৃত্যুর ঘটনায় তার স্বামী আনিস পলাতক রয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল্লাহ বলেন, নিহতের স্বামী আনিসের ঘর শারমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে,ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবংকি ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।