নীলফামারীতে রক্তেভেজা ঐতিহাসিক পল্টন দিবস পালন
নীলফামারীতে ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেন জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম।
জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সহ জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দ্বায়ীত্বশীলগণ বক্তব্য রাখেন।
সমাবেশে পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে তাদের ত্যাগ ও সংগ্রামের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা বলেন, “পল্টন ট্র্যাজেডি আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের সংগ্রাম থেমে থাকে না।” বক্তারা শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা ও স্মৃতিচারণ শেষে সেদিনের সেই ভয়াল ঘটনার আলোকচিত্র প্রদর্শন ও শহীদি গান পরিবেশন করেন নীলফামারী নীলাঞ্চল শিল্পীগোষ্ঠীর সদস্যরা।