বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সভা ও আহবায়ক কমিটি গঠন,আহবায়ক মোঃ সহিদ আলী, যুগ্ন -আহবায়ক মোঃ আসাদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
১৭ ই নভেম্বর রবিবার সকাল ১১ টার সময় আাসাদুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন মিলনায়তনে বিশেষ সাধারণ সভায়
সিদ্ধান্ত মোতাবেক ২১ শে ডিসেম্বর ২০২৪ইং শনিবারে, ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ৫ সদস্য বিশিষ্ট
আহবায়ক কমিটি ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির নাম ঘোষণা করা হয়।
আহবায়ক কমিটিতে যাদের নাম ঘোষণা করা হয় তাদের নাম হলো, আহবায়ক মোঃ সহিদ আলী, যুগ্ন -আহবায়ক মোঃ আসাদুল ইসলাম,
সদস্য মোঃ তবিবর রহমান,সদস্য মোঃ ইছাহক,সদস্য মোঃ হারুন অর রশিদ।
এবং নির্বাচন পরিচালনা কমিটির নাম ০১ প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম আতিকুজ্জামান সনি,০২ নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী, নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন, মোঃ রাসেল নিয়া,(অফিসার ইনচার্জ,বেনাপোল পোর্ট থানা)মোঃ আসাদুল (শ্রমিক নেতা) মোঃ সহিদ আলী (শ্রমিক নেতা)এ.কে.এম আতিকুজ্জামান সনি,সভাপতি,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি,মাকসুদুর রহমান রিন্টু (শ্রমিক নেতা) রায়হানুজ্জামান দীপু,(শ্রমিক নেতা) মোঃ ইছাহক মিয়া (শ্রমিক নেতা) মোঃ আবুল কাশেম (শ্রমিক নেতা)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের কর্মকতা খুলনার গণেশ চন্দ্র বসু, বিভাগীয় শ্রমদপ্তর খুলনার মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সহ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।